সোমবার ২৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ‌কন্ট্রাক্টরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে

Rajat Bose | ০৯ মার্চ ২০২৪ ১২ : ৫৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের জলঙ্গি পঞ্চায়েত সমিতির অধীনে চাঁদেরপাড়া এলাকায় একটি রাস্তা নির্মাণ কাজে সরকারি ই–টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য এবং সেটি তুলে নেওয়ার জন্য জলঙ্গি ব্লকের ভাদুরিয়াপাড়ার বাসিন্দা এক কন্ট্রাক্টরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের জলঙ্গি (দক্ষিণ) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাসুম আলি আহমেদের বিরুদ্ধে। ওই ব্লক সভাপতি সঙ্গে কন্ট্রাক্টরের একটি কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)। স্থানীয় সূত্রে জানা গেছে ইয়ারুল মণ্ডল নামে এক কন্ট্রাক্টর সম্প্রতি জলঙ্গির চাঁদেরপাড়া এলাকায় ৩০০ মিটার রাস্তা তৈরির জন্য একটি সরকারি দরপত্রে অংশগ্রহণ করেন। প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ওই কাজের দরপত্র খোলার কথা রয়েছে আগামী সোমবার। কিন্তু তার আগে ওই দরপত্র প্রক্রিয়া থেকে সরে যাওয়ার জন্য ইয়ারুলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মাসুম আলি আহমেদের বিরুদ্ধে। 
সূত্রের খবর, গত ৭ মার্চ বিকেলে ইয়ারুলকে নিজের পরিচয় দিয়ে ফোন করেন মাসুম। বলেন এই দরপত্রের প্রক্রিয়া থেকে অনেকেই নিজেদের নাম তুলে নিয়েছে। এটি একটি অন্য ‘‌লেভেল’‌–এর কাজ। 
অভিযোগ তৃণমূলের ওই ব্লক সভাপতি কন্ট্রাক্টরকে আরও বলেন, এই কাজে তিনি যেন কোনও জটিলতা তৈরি না করেন। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপিংস–এ একাধিকবার ওই কন্ট্রাক্টরকে অনুরোধের সুরে ব্লক সভাপতিকে বলতে শোনা যায় তিনি এই দরপত্র প্রক্রিয়া থেকে সরে আসতে পারবেন না। 
এরপরই উত্তেজিত হয়ে ব্লক সভাপতিকে বলতে শোনা যায় তিনি ওই কন্ট্রাক্টরকে ফরিদপুরের মাটিতে থাকতে দেবেন না এবং তাঁর কাজও করতে দেবেন না। অভিযোগ ব্লক সভাপতি ওই কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে বলেন তিনি (কন্ট্রাক্টর) কোর্ট, পুলিশ সুপার– যে কোনও জায়গায় অভিযোগ জানাতে পারেন। এমনকি এই কাজের জন্য দল যদি তাঁকে সাসপেন্ড করে তিনি তারও পরোয়া করেন না। 
ভাইরাল হওয়া অডিও–র সত্যতা সম্পর্কে ইয়ারুলকে ফোন করা হলে তিনি বলেন, ‘‌তৃণমূল ব্লক সভাপতি মাসুম আলি আহমেদ ফোন করে হুমকি দিয়েছেন দরপত্র প্রক্রিয়া থেকে সরে আসার জন্য। এই হুমকির পর আমি অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছি। এখনও আমি পুলিশকে ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস করতে পারিনি। তবে গোটা বিষয়টি আমি জলঙ্গি বিডিও–কে ই–মেল মারফত অভিযোগ আকারে জানিয়েছি।’‌ 
ওই কন্ট্রাক্টরকে যে তিনি ফোন করেছিলেন তা স্বীকার করে নিয়েছেন জলঙ্গি (দক্ষিণ) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাসুম আলি আহমেদ। তিনি বলেন, ‘‌কথোপকথনের অডিওটি শুনেছি। তবে সেটি এডিট করা হয়েছে। কেউ বা কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’‌ তিনি বলেন, ‘‌একজন ব্যক্তির কাজের ‘‌ক্রেডেনশিয়াল’‌ নষ্ট হয়ে যাচ্ছিল বলে ওই কন্ট্রাক্টরকে কিছু ‘‌অনুরোধ’‌ করেছিলাম। কিন্তু কাউকে হুমকি দিইনি।’‌ 
এদিকে, ইয়ারুল মণ্ডলের অভিযোগপত্রটি এখনও দেখেননি বলে জানিয়েছেন জলঙ্গির বিডিও সুব্রত মল্লিক। জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, ‘‌এই ঘটনার সঙ্গে সরাসরি পঞ্চায়েত সমিতির কাজের কোনও সম্পর্ক নেই।’




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'কাউকে কিছু বোলো না মা, ভালো থেকো', অভিনব কায়দায় ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা ...

দাউদাউ করে জ্বলছে আগুন, সিঙ্গুরের কারখানায় পুড়ে ছাই সব...

ব্যর্থতা মেনে নিতে হবে, ইগো ছেড়ে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে আনা উচিত : কল্যাণ...

রাজ্যে অপরাধের সঙ্গে আবারও পাওয়া গেল বিহার যোগ, তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক ...

টিউশন পরতে বেরিয়ে দুই বান্ধবীতে নিখোঁজ, মর্মান্তিক পরিণতি শুনে চমকে উঠবেন...

বাড়ি থেকে উধাও চার বছরের শিশু, খুঁজতে তৎপর পুলিশ, ওড়ানো হল ড্রোন...

মন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, কমতে চলেছে আলুর দাম জানিয়ে দিলেন ব্যবসায়ীরা...

দীক্ষা দেব বলে শিষ্যাকে নির্জন ঘরে নিয়ে গেল গুরু, তারপরই যা ঘটল...

রাতের অন্ধকারে গায়েব গৃহপালিত প্রাণী, বাঘ নাকি অন্য কিছু, আতঙ্কে ঘুম উড়েছে ডানকুনির বাসিন্দাদের...

চালু হওয়ার পরেও মিলছে না বর্ধিত মজুরি, হতাশায় বিক্ষোভ মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের...

'ছবি ছড়িয়ে দেওয়া হবে', প্রতিবাদ করায় জুটল মারধর, নাবালিকার পরিণতি শুনলে শিউরে উঠবেন...

কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার...

সরকারি জমিতে লাইন দিয়ে তৈরি হয়েছে দোকানঘর, পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও...

অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...

হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



03 24