বুধবার ১৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ মার্চ ২০২৪ ১২ : ৫৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের জলঙ্গি পঞ্চায়েত সমিতির অধীনে চাঁদেরপাড়া এলাকায় একটি রাস্তা নির্মাণ কাজে সরকারি ই–টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য এবং সেটি তুলে নেওয়ার জন্য জলঙ্গি ব্লকের ভাদুরিয়াপাড়ার বাসিন্দা এক কন্ট্রাক্টরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের জলঙ্গি (দক্ষিণ) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাসুম আলি আহমেদের বিরুদ্ধে। ওই ব্লক সভাপতি সঙ্গে কন্ট্রাক্টরের একটি কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)। স্থানীয় সূত্রে জানা গেছে ইয়ারুল মণ্ডল নামে এক কন্ট্রাক্টর সম্প্রতি জলঙ্গির চাঁদেরপাড়া এলাকায় ৩০০ মিটার রাস্তা তৈরির জন্য একটি সরকারি দরপত্রে অংশগ্রহণ করেন। প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ওই কাজের দরপত্র খোলার কথা রয়েছে আগামী সোমবার। কিন্তু তার আগে ওই দরপত্র প্রক্রিয়া থেকে সরে যাওয়ার জন্য ইয়ারুলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মাসুম আলি আহমেদের বিরুদ্ধে।
সূত্রের খবর, গত ৭ মার্চ বিকেলে ইয়ারুলকে নিজের পরিচয় দিয়ে ফোন করেন মাসুম। বলেন এই দরপত্রের প্রক্রিয়া থেকে অনেকেই নিজেদের নাম তুলে নিয়েছে। এটি একটি অন্য ‘লেভেল’–এর কাজ।
অভিযোগ তৃণমূলের ওই ব্লক সভাপতি কন্ট্রাক্টরকে আরও বলেন, এই কাজে তিনি যেন কোনও জটিলতা তৈরি না করেন। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপিংস–এ একাধিকবার ওই কন্ট্রাক্টরকে অনুরোধের সুরে ব্লক সভাপতিকে বলতে শোনা যায় তিনি এই দরপত্র প্রক্রিয়া থেকে সরে আসতে পারবেন না।
এরপরই উত্তেজিত হয়ে ব্লক সভাপতিকে বলতে শোনা যায় তিনি ওই কন্ট্রাক্টরকে ফরিদপুরের মাটিতে থাকতে দেবেন না এবং তাঁর কাজও করতে দেবেন না। অভিযোগ ব্লক সভাপতি ওই কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে বলেন তিনি (কন্ট্রাক্টর) কোর্ট, পুলিশ সুপার– যে কোনও জায়গায় অভিযোগ জানাতে পারেন। এমনকি এই কাজের জন্য দল যদি তাঁকে সাসপেন্ড করে তিনি তারও পরোয়া করেন না।
ভাইরাল হওয়া অডিও–র সত্যতা সম্পর্কে ইয়ারুলকে ফোন করা হলে তিনি বলেন, ‘তৃণমূল ব্লক সভাপতি মাসুম আলি আহমেদ ফোন করে হুমকি দিয়েছেন দরপত্র প্রক্রিয়া থেকে সরে আসার জন্য। এই হুমকির পর আমি অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছি। এখনও আমি পুলিশকে ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস করতে পারিনি। তবে গোটা বিষয়টি আমি জলঙ্গি বিডিও–কে ই–মেল মারফত অভিযোগ আকারে জানিয়েছি।’
ওই কন্ট্রাক্টরকে যে তিনি ফোন করেছিলেন তা স্বীকার করে নিয়েছেন জলঙ্গি (দক্ষিণ) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাসুম আলি আহমেদ। তিনি বলেন, ‘কথোপকথনের অডিওটি শুনেছি। তবে সেটি এডিট করা হয়েছে। কেউ বা কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, ‘একজন ব্যক্তির কাজের ‘ক্রেডেনশিয়াল’ নষ্ট হয়ে যাচ্ছিল বলে ওই কন্ট্রাক্টরকে কিছু ‘অনুরোধ’ করেছিলাম। কিন্তু কাউকে হুমকি দিইনি।’
এদিকে, ইয়ারুল মণ্ডলের অভিযোগপত্রটি এখনও দেখেননি বলে জানিয়েছেন জলঙ্গির বিডিও সুব্রত মল্লিক। জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, ‘এই ঘটনার সঙ্গে সরাসরি পঞ্চায়েত সমিতির কাজের কোনও সম্পর্ক নেই।’
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, একযুগ পরে আবার বসল বন্ধু পাতানোর মেলা...
বাবা-মায়ের বিচ্ছেদ, মানসিক অবসাদে আত্মঘাতী মেয়ে ...
চুপিচুপি জড়ো হয়েছিল ডাকাতি করতে, হানা দিয়ে বড় সাফল্য পুরুলিয়ার পুলিশের...
'গরুর ডাক্তারের কাছে যান', রোগ সারাতে পরামর্শ চিকিৎসকের, সুপারের কাছে নালিশ রোগীর ...
বুধের সকালে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, নজরে হাড়োয়া ও নৈহাটি...
অটো করে যাচ্ছিলেন যাত্রীরা, হঠাৎ সজোরে ধাক্কা লরির, মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা...
চন্দননগরে জগদ্ধাত্রী শোভাযাত্রা, সরাসরি সম্প্রচারিত হল অত্যাধুনিক আলোর খেলা...
রাখে হরি মারে কে, দুরন্ত গতিতে আসা ট্রেনের সামনে পড়েও অদ্ভুতভাবে রক্ষা বৃদ্ধের, কে বাঁচালেন জানেন? ...
সুফল বাংলার স্টলে হানা দিয়ে পচা শাকসবজি সরিয়ে দিলেন মহকুমা শাসক...
ব্যাঙ্ক থেকে আপাতত আর টাকা তুলতে পারবেন না মুর্শিদাবাদের কয়েক হাজার পড়ুয়া, কী এমন ঘটল?...
পোষ্য নিয়ে পুজো মন্ডপে, কটুক্তি সামাজিক মাধ্যমে! অবসাদে আত্মঘাতী যুবতী! ...
বকখালিতে ভাঙন, ঐতিহাসিক ফ্রেজার সাহেবের বাংলো রক্ষার জন্য শুরু বাঁধ মেরামতের কাজ...
কালীমন্দিরে পরপর চুরির কিনারা পুলিশের, অপরাধের পিছনে বানজারা দলের হাত ...
জগদ্ধাত্রী পুজোয় কুমারীকে মাতৃজ্ঞানে বন্দনা বেচারাম মান্নার, তারপরই এক হাত নিলেন বিরোধীদের...
ঝক্কির দিন শেষ, মাধ্যমিকের ফর্ম ফিল আপ নিয়ে বিরাট ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের...